২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জীবিকার যখন হাল হল, জীবনই তখন গেছে থেমে

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
জীবিকার যখন হাল হল, জীবনই তখন গেছে থেমে

Sharing is caring!

হেলাল আহমদ,লেবানন প্রতিনিধিঃজীবন ও জীবিকার তাগিদে মাত্র এক বছর আগে গিয়েছিলেন প্রবাসে। জীবিকার যখন হাল হল, জীবনই তখন গেছে থেমে। অকালেই চলে গেলেন লেবাননের আরেক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা।
শনিবার (২ নভেম্বর) দুপুরে লেবাননে আধুনিস এলাকায় নিজ বাসায় হৃদরোগে মারা গেছেন প্রবাসী ফরহাদ মিয়া (৩২)।তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমির মালিথা মিয়ার সন্তান। ২০১৮ সালের অক্টোবর মাসে গিয়েছিলেন লেবানন। কোম্পানীর বৈধ ভিসায় কাজ করতেন স্থানীয় হ্যাপি সুপার মলে।সহকর্মী প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, ফরহাদ মিয়া কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। অসুস্থতার কারনে মঙ্গলবার তিনি কাজে না গিয়ে বাসায়ই ছিলেন।দুপুরে সহকর্মীরা রুমে এসে তাকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে কাছের হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানান তিনি মারা গেছেন। হৃদরোগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ধারনা করছেন।
ফরহাদ মিয়ার মরদেহ স্থানীয় আবু জাউদি হাসপাতালের হিমঘরে রাখা আছে।
তার অকাল মৃত্যুতে হ্যাপি সুপার সপে কর্মরত সহকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ফরহাদ মিয়ার মরদেহ দেশে পরিবারের কাছে দ্রুত পাঠানোর ব্যবস্থার জন্য বৈরুত দূতাবাসের আবেদন জানিয়েছেন তার সহকর্মীরা।