২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুমিল্লার চান্দিনায় পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
কুমিল্লার চান্দিনায় পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Sharing is caring!

মোঃ আশিকুর রাহমান রাসেল, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

শনিবার (২ নভেম্বর ) বিকেলে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

সম্মেলনে সাবেক কাউন্সিলর আবদুল জলিল কে সভাপতি ও পৌরসভার মেয়র মফিজুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামীলীগের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

চান্দিনা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর এনায়েত উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বনিক,পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সুরুজ ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আশেকুল ইসলাম এলাহী, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ, এরশাদুল হক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী,চান্দিনা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ,সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান দুলু মাস্টার, উপজেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবি সিদ্দীক, আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ।