অভিযোগ ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ও আমেরিকান অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের সম্পর্কের বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়োলন তুলেছে।
তাদের সম্পর্ককে হৃদয়ঘটিত বলে প্রকাশ পেলেও এ বিষয়ে আমেরিকান তারকার বাবা মাইকেল লোহান দাবি করছেন, তারা দুজন শুধুই বন্ধু এর বাইরে কিছু না।
নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে লিন্ডেসের বাবা মাইকেল লোহান তার কন্যার সঙ্গে মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, মধ্যপ্রচ্যে লিন্ডসের অনেক বন্ধু আছে । কয়েক মাস আগে ৩৪ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করে ৩৩ বছর বয়সী লিন্ডসে লোহান একটি ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার দিয়েছেন বলে খবর ছড়িয়েছে । গত আগস্টে লিন্ডসের এক প্রতিনিধি দাবি করেন, আমেরিকান তারকার সঙ্গে সৌদি যুবরাজের কোনো রোমান্টিক সম্পর্ক নেই। তাদের মধ্যে কোনো ক্রেডিট কার্ডও বিনিময় হয়নি।
দু’জনের দেখা করার বিষয়ে মাইকেল বলেন, সিরিয়ায় শরণার্থীদের সাহায্যার্থে কাজ করার সময় মোহাম্মদ বিন সালমানের সঙ্গে লিন্ডসে দেখা করেছে মধ্যপ্রাচ্যে । আসলে সেসব ভালো কাজের খবর কেউ রাখে না, তারা কেবল বাজে বিষয় খুঁজে বেড়ায়। তাদের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক । এতে কামনা-বাসনার কিছু নেই।
এ সময় সাংবাদিক জামাল খাশোগি হত্যার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্পৃক্ততার কথা বললেও মাইকেল লোহান বলেন, কোনো অভিযোগ সত্য প্রমাণ হয়নি । সে (মোহাম্মদ বিন সালমান) একজন ভালো মানুষ (লিন্ডসে আমাকে বলেছে)।
সৌদি রাজত্বের পরবর্তী বাদশাহ হবেন ,২০১৭ সালের জুনে ক্রাউন প্রিন্সের আসনে আসীন হওয়া মোহাম্মদ বিন সালমান। সৌদি রাজত্বের বর্তমান বাদশাহ তার পিতা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হলেও সৌদি সরকার চালান মোহাম্মদ বিন সালমান বলে মনে করা হয়।