Sharing is caring!
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে আলাদা তিনটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সদস্য ওমর ফারুক ওরফে হ্যালিকে ২৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার এ রায় দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ১৩ জুন শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকার একটি আমবাগানে হিজবুত তাহরীরের সদস্যরা গোপন বৈঠকের প্রস্তুতি নেয়ার সময় পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে ওমর ফারুককে আটক করা হলেও তার সহযোগিরা পালিয়ে যায়। আটককালে ওমর ফারুকের কাছ থেকে একটি পিস্তল, ৫০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়।
পরে পুলিশ অস্ত্র ও বিস্ফোরক রাখায় দায়ে আলাদা দুটি এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে কার্যক্রম পরিচালনার দায়ে আরও একটি মামলা দায়ের হয়। ওই তিনটি মামলার মধ্যে নিষিদ্ধ সংগঠন পরিচালনা ও অস্ত্র রাখার দায়ে ১০ বছর করে ২০ বছর এবং গান পাউডার রাখায় দায়ে ৭ বছর কারাদণ্ড দেন আদালত।