Sharing is caring!
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল বুধবার ৩০ অক্টোবর বিকেলে মহানন্দা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন্স হতে বীরশেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর মহানন্দা সেতু পর্যন্ত বাইচ হবে।
শেষে বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হবে।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক হাসিব
হোসেনের নেতৃত্বে প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউট এর সদস্যবৃন্দ অংশ নেবে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার ১২টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে–চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দল, গোবরাতলা ইউনিয়ন পরিষদ দল,
মহারাজপুর ইউনিয়ন পরিষদ দল, রহনপুর পৌরসভা দল, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ দল,
চৌডলা ইউনিয়নপরিষদ দল, শিবগঞ্জ পৌরসভা দল, মর্দানা মুনলাইট ক্লাব, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ দল, মনাকষা ইউনিয়ন পরিষদ দল, নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ দল ও ফতেহপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠান সফল ও সার্থক করতে জেলাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এডিশনাল ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম
বিপিএম,পিপিএম।
কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে জেলা পুলিশের এ আয়োজন বলে জানা গেছে।