অভিযোগ ডেস্ক : বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে উঠা ম্যাচ ফিক্সিং বিষয়ে সরকারের তেমন বেশি কিছু করণীয় নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে আজারবাইজান সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে সমকাল এর ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সাকিবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার পাশে থাকবে বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে। সাকিবকে সব ধরনের সহযোগিতাও দেবে।
তিনি বলেন, আসলে ক্রিকেটে নানা সময়ে ক্রিকেট জুয়াড়িরা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে। এক্ষেত্রে ও (সাকিব) কিছুটা ভুল করেছে। বিষয়টি সে যথাযথ কর্তৃপক্ষকে জানায়নি। সে কিন্তু জুয়াড়িদের প্রস্তাব গ্রহণ করেনি।
প্রধানমন্ত্রী বলেন, আইসিসি কোনও খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কিছু করণীয় থাকে না। তবে সাকিবের পাশে বিসিবি থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.