ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ২৮ অক্টোবর সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপণে এ তথ্য জানা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ অধিশাখা)’র উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপণে ৮ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন, যশোর জেলার পুলিশ সুপার মোঃ মইনুল হক পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ইলিয়াস শরিফ পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ পিপিএম, চট্রগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম, বিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন খান, পিপিএম, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আনোয়ার হোসেন খাঁন, বিপিএম, পিপিএম ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ায় জাতীয় সাপ্তাহিক অভিযোগ পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ফয়সাল আজম অপু।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.