ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঋণ খেলাপি, চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় নাচোল পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ফারুক আহম্মেদ বাব' র ১ বছরের কারাদণ্ড ও ৩৩ লাখ টাকার অর্থদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত।
চাঁপাইনবাগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাড.এম মাহবুব আলম জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রবিবার জেলার “অতিরিক্ত জেলা ও দায়রা জজ” মোঃ শওকত আলী এ রায় প্রদান করেন। স্ট্যান্ড ব্যাংক লিঃ রহনপুর শাখা, বাদী হয়ে এম আই অ্যাকট সেশান ১০৪৯/ ১৭ ঋণ খেলাপি, প্রতারণা ও চেক জালিয়াতির মামলা দায়ের করলে দীর্ঘদিন থেকে মামলার আসামী ফারুক আহম্মেদ বাবু আদালতে অনুপস্থিত থাকেন। অ্যাড. জুয়েল আরো জানান, খুব শিঘ্রই আসামীকে আদালতে আত্মসর্মপনের মাধ্যমে এ রায়ের বিরুদ্ধে হাইকোটে আপিল করা হবে। তবে এ ব্যাপারে ফারুক আহম্মেদ বাবুর সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.