মুহাম্মদ মনির হোসাইন,নোয়াখালী থেকে :
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ লাইন ফুটবল মাঠে ম্যাচটি আয়োজন করা হয়।
প্রতিদ্বন্দীতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচটিতে সাংবাদিক-পুলিশ দুই পক্ষই সমানতালে লড়াই করে। কোনো পক্ষই গোল করেত না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
খেলা শেষে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, হাতিয়া সার্কেলের পুলিশ সুপার ওমর ফারুক, জেলা ডিবির পুলিশ পরিদর্শক কামরুজ্জামান শিকদার।
এছাড়াও নোয়াখালী জেলায় কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এদিন বিভিন্ন স্থানে র্যালি, সচেতনতা মাইকিং, আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.