২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লেবাননে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
লেবাননে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন

Sharing is caring!

হেলাল আহমদ :- লেবানন প্রবাসী বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬শে অক্টোবর, শনিবার মধ্যরাত স্হানীয় সময় ১২টায় লেবাননে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন করা হবে।

ইউরোপের ন্যায় লেবাননে দিবালোক সঞ্চয়ের ফলে বছরে দুইবার ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়ে থাকে।

এর ফলে একবার সামনে আরেকবার পেছনে এভাবে এক ঘণ্টা পরিবর্তন হয়।

এরই ধারাবাহিকতায় আজ ২৬ অক্টোবর দিবাগত-রাত শনিবার স্থানীয় সময় রাত ১২টায় আরেকবার সময়ের পরিবর্তন করা হবে।

শনিবার রাত ১২টায় লেবানন স্হানীয় সময় হবে রাত ১১টা।এর ফলে আজ থেকে লেবাননে সময়ের সাথে ২৬ অক্টোবর রাত ১২টার পর থেকে বাংলাদেশের সঙ্গে লেবাননের সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা।