৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভাণ্ডারিয়ায় একটি সাঁকো হাজারো মানুষ নির্ভরশীল

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
ভাণ্ডারিয়ায় একটি সাঁকো হাজারো মানুষ নির্ভরশীল

Sharing is caring!

সুমন মল্লিক,পিরোজপুর থেকে : ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নে একটি সাঁকো যেন হাজারো মানুষের ভরসা। প্রাণের ঝুঁকি নিয়ে সাঁকোটি দিয়ে প্রতিনিয়ত হাজারো মানুষ পারাপার করছেন। এতে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।

এ সাঁকোটি ভেঙে ওই স্থানে একটি ঢালাই সেতু নির্মানের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিন পরির্দশনে গিয়ে জানা যায়, উপজেলার গৌরীপুর নয়াখালী মাটিভাংগা গ্রামের মোসলেম মাঠিভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ সাঁকোটির এক প্রান্তে লোকালয়।

অপর প্রান্তে গৌরীপুর বাজার, নয়াখালী মালিয়ার হাট, মোসলেম মাটিভাংগা মাধ্যমিক বিদ্যালয়,মোস্তাজিয়া দাখিল মাদ্রাসা,সাবাতুন নেছা বালিকা দাখিল মাদ্রাসা, মোসলেম মাটিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পোস্ট অফিস ও জনগুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান।

এ সাঁকো দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে উভয় পাড়ের শিক্ষার্থী ,কমলমতি শিশু,বৃদ্ধ ও ব্যবসায়ী সহ গ্রামীন জনপদের কয়েক হাজার মানুষ চলাচল করতে হচ্ছে।

মাটিভাংগা গ্রামের বাসিন্দা বৃদ্ধ সুলতান হাওলাদার বলেন, এ সাঁকো দিয়ে দীর্ঘদিন যাবত প্রাণের ভয় নিয়ে পারাপার করছি। এভাবে চলতে চলতে যেকোন সময় প্রান হানীর মত বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর র্দীঘ দিনের প্রানের দাবী ওই স্থানে নতুন একটি ঢালাই সেতু নির্মান করা।