Sharing is caring!
জাহিদুল ইসলাম জাহিদ
নারী যেমন কোমলমতী
তেমনি নারী মায়াবতীও।
একমাত্র নারীই পারে স্বামী সন্তানের-
জন্য ত্যাগ স্বীকার করতে।
নারী যেমন ভীতপ্রবণ
তেমনি নারীই পারে
প্রয়োজনে শক্ত হাতে
সংসারের বোঝা কাঁধে নিতে।
নারী যেমন দুর্বল প্রকৃতির
তেমনি নারীই পারে
প্রসব বেদনার অসহ্য যন্ত্রণাকে
সহ্য করেতে।
নারী যেমন সমাজের কাছে অসহায়
তেমনি নারীই পারে
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে,
প্রতিবাদী মনোভাব গড়ে তুলতে।
নারী যেমন অবহেলিত
তেমনি নারীই পারে
সব অবহেলা উপেক্ষা করে
সামনের পথ এগিয়ে যেতে।
নারী শুধু মেয়ে জাতি নয়
নারী মা জাতিও,
নারীকে সম্মান করতে না পারো
অসম্মান করো না।