Sharing is caring!
কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃ
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে।
আজ শনিবার ২৬ অক্টোবর ২০১৯, দিবসটি উপলক্ষে নাগরপুর থানা পুলিশ এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে নাগরপুর থানা চত্বরে এসে শেষ হয়।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন,বাংলাদেশের অপরাধ দমনে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।পর্যায়ক্রমে নাগরপুর থানায় কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধি করা হবে।
এ সময় র্যালীতে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা,নাগরপুর থানার সেকেন্ড অফিসার এসআই ইদ্রিস আলী,এসআই সজল খান,নাগরপুর কমিউনিটি পুলিশিং অফিসার এসআই সাইফুদ্দিন মাহমুদ, এসআই সিরাজুল ইসলাম, নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন,সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,সাংবাদিক আব্দুল্লাহ খিজির সহ অন্যান্যরা।