Sharing is caring!
কলি বেগম, জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ম শ্রেণিতে পড়–য়া ১২ বছরের এক স্কুল ছাত্রীকে অপহরণের ২ দিন
পর অবিনব কায়দায় উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নারী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীর নাম মিথিয়া আক্তার রুমা। সে বিশ^ম্বরপুর থানার দুতপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে। তারা জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকায় ভাড়াটে বসবাস করছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের আবদুল আহাদের স্ত্রী দিলারা বেগম, টিআর গাঁও গ্রামের ফটিক মিয়ার ছেলে ইকবাল হোসেন ও পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের ফজর উল্লার ছেলে সিরাজুল ইসলাম ইকরাম।
জানাগেছে, ৪ জুন জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকা থেকে স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়। এরপর থেকে অপহরণকারীরা ৩০ হাজার টাকা মুক্তিপন দাবি করে আসছিল। এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ স্কুল ছাত্রীর দুলা ভাইকে দিয়ে মুক্তিপনের টাকা দেয়ার কথা বলে মোবাইল ফোনের সূত্র ধরে অবিনব কায়দায় অপহরণের ২ দিন পর পাইলগাঁও এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার সহ অপহরণকারী দলের ৩ সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ। জগন্নাথপুর থানার এসআই অনিক দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।