Sharing is caring!
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৯ জনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে হারুন হাং বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সূএে জানাযায় এনিয়ে মামলা করেন যার মামলা নং সি আর ৫০৮/১৯। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। আসামীরা হলেন মোনাসেফ হাং , মোতালেব হাং , এছাহাক তাং, ছালাম মুন্সি , বশার মুন্সি, সাইদুল মুন্সি, হাসান তালুকদার, জাহিদ প্যাদা, লাল মিয়া।
এবিষয়ে মোনাছেফ হাং বলেন, গলাচিপা উপজেলা সেচ কমিটির সভায়,সভার কার্য বিবরণী গলাচিপা নির্বাহী অফিসার দপ্তর গলাচিপা ২৭/০১/২০১৯ উপজেলা কৃষি কর্মকর্তা সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি উপজেলা সেচ সভাপতিত্বে বিএডিসি’র সহকারী প্রকৌশলী ও সদস্য সচীব উপজেলা সেচ কমিটির সভাপতি। মোতালেব হাং জানান, সরকারী প্রকল্পের কাজ খাল খনন করা। খালের দু পাশে আমাদের বাড়ী ঘর থাকায় আমাদের বিরুদ্ধে মামলা করে হারুন হাং।
এবিষয়ে আমরা গ্রামের সকলে মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার বিকাল ৩ টায় উপজেলা চত্ত¡রে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করব। এ সময়ে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন হাং, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃ হালিম হাং সহ শত শত এলাকার জনসাধারন।।