এম জাহিদ চৌধুরি,রংপুর ব্যুরো :: দীর্ঘ চার মাস পরিশ্রম করে নিজের রিপিয়ারিং ওয়ার্কশপে ব্যতিক্রমী এক নৌকা তৈরি করেছেন রংপুরের রবিউল ইসলাম নামের এক বাক্তি।
নদীতে না ভাসলেও নৌকাটি চলবে রাস্তায়,কারন এটি ব্যাটারি চালিত একটি নৌকা,চার্জার সংযুক্ত এই নৌকাটি চলবে শুদু মহাসড়কে।
প্রায় এক লাখ বিশ হাজার টাকায় তৈরি করা নৌকাকে শুধু নৌকা বলতে চান না নৌকাটির মালিক রবিউল। ভালোবেসে রবিউল তার নাম দিয়েছে ‘ভালোবাসার নৌকা’।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার প্রতি ভক্তি ও ভালোবাসা থেকেই সে এ প্ররিস্রম করেছে বলে সে জানান।
রবিউল ইসলাম রংপুরের পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের হাউদারপাড় গুনজোরখাঁ গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সে।
বাবাহারা রবিউলের অভাব অনটনের সংসার চলে রিপিয়ারিং ওয়ার্কশপে কাজ করে।
সংসারও চালায় সে এই কাজ করেই,নানা ব্যস্ততার ফাঁকেই নৌকা’বানানোর স্বপ্নটি পূরণ করে সে,
তার এই নৌকা সমন্দে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন,ছোটবেলা থাকি নৌকা মার্কা ভালো লাগে।
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মনোত আলাদা একটা মহব্বত কাজ করে।
সেই মহব্বত ও ভালবাসা থেকেই আমি অনেক কষ্টে এক লাখ ত্রিশ হাজার টাকা খরচ করি নিজ হাতে এই নৌকা তৈরি করছি,এটা দিয়া মুই ব্যবসা করবার নই,মোর এলা একটাই সপ্ন মাননীয় প্রধানমন্ত্রী মোর এই নৌকাতে একবার উঠলে মোর মন শান্তি পাইবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.