Sharing is caring!
ক্রীড়া ডেস্ক :- বাংলাদেশের ক্রিকেটারদের চলমান সংকট নিরসনে বুধবার (২৩ অক্টোবর) খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি কর্মকর্তারা। ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে বিসিবি। এমন খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘গতকাল আমি তামিমের সঙ্গে কথা বলেছি এবং সে বলেছে তার একার পক্ষে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। সে অন্যদের সঙ্গে কথা বলবে। আমি নিজেও অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি, আশা করি আজকেই আমরা তাদের সঙ্গে বৈঠকে বসতে পারবো।’
এর আগে সোমবার ১১ দফা দাবিতে ধর্মঘটে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দাবি আদায় না হলে সব ধরণের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দেন তারা। মঙ্গলবার ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে বৈঠকে বসেন বোর্ড কর্মকর্তারা। এরপর বিসিবি সভাপতি সংবাদ সম্মেলন করলেও কোনো সমাধান পাওয়া যায়নি।
ঠিক কোন সময়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেটাররা? এমন প্রশ্নের জবাবে বিসিবি সিইও বলেন, ‘আমি যদি নির্দিষ্ট করে বলি, তাহলে আমরা পাঁচটা নাগাদ বসতে পারি। তারা যেখানে চায় আমরা সেখানেই বসতে রাজি আছি।