২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
কবিতা

Sharing is caring!

বিশ্বাস কী ?
★ সোহাগী খাতুন ★

বিশ্বাস হলো নিজের কথার
ভবিষ্যতের দাম,
বিশ্বাস হলো অপরের কাছে
প্রাপ্ত নতুন নাম।
বিশ্বাস হলো নিজের কাজের
সঠিক মূল্য দান,
অপরের প্রতি ভালবাসা রেখে
পরের জয়ের গান।
বিশ্বাস হলো অসহায়দের
বাঁচার নতুন প্রাণ,
পথের শিশুর দুঃখ জড়ানো
নিঃশ্বাসেরই ঘ্রাণ।
নিজের স্বার্থ পরিহার করে
সমাজের হাল ধরা,
অসুস্থ দেশ বিবেক সেবায়
জনপ্রিয় করে গড়া।
অন্ধের মুখে অন্ন জোগাড়
অজ্ঞের হাতে খড়ি,
বিশ্বাস হলো বৃদ্ধ মায়ের
অবলম্বন নড়ি।
বিশ্বাস হলো মানবতা দ্বারা
প্রতিবাদী রূপ ছবি,
মনকে জাগানো কবিতার কথা
সত্য যেমন রবি।
বিশ্বাস হলো সংসার প্রতি
উদাসীনতা না রাখা,
বউ-ছেলে-মেয়ে-ভাই-বোনদের
মতামত নিয়ে থাকা।
বিশ্বাস হলো অন্যায়গুলো
প্রতিহত করে ফেলা,
নিজেই নিজের বিশ্বাস দ্বারা
সত্যকে এনে মেলা।

রচনাঃ০৯-১০-২০১৯ইং।