২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রির মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদও আসনের বর্তমান এমপি ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব হারুন অর রশীদের ৫ বছরের কারাদন্ড ও জেলহাজতে প্রেরণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করেছে দলটির নেতা-কর্মীরা।

সোমবার বিকেল সাড়ে ৪টায় পাঠানপাড়ার দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা করে দলটির নেতা-কর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ময়েজ উদ্দিন প্রমুখ ।

সভায় দলীয় নেতা-কর্মীরা এই রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ মিথ্যে মামলা থেকে তাদের নেতাকে অব্যাহতি দেয়ারও আবেদন জানান তারা।

প্রতিবাদ সভায় দলটির নেতা-কর্মীরা অভিযোগ করেন রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করেন তারা।

তবে প্রতিবাদ সভায় তাৎক্ষণিক কোন কর্মসূচী ঘোষণা করেনি দলটির নেতা-কর্মীরা।

তবে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন জানান,‘সভা- সমাবেশের মাধ্যমে কেউ যাতে কোন অরাজকতা করতে না পাওে এ জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি ভোলার ঘটনাকে কেন্দ্র করে জেলায় এই অতিরিক্ত পুলিশ টহলে আছে।’ এরআগে দুুপুরে রায় ঘোষণার পরপরই রায়ের বিরুদ্ধে প্রতিবাদে ঝটিকা মিছিল করে যুবদল ও ছাত্র দল।