চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ৫ ফলের দোকানে মূল্য তালিকা না থাকার জন্য ভ্রাম্যমান আদালতের একটি দল ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে।
জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ এলাকা ও বিশ্বরোড মোড়ে ৫টি ফলের দোকানে অভিযান চালায়।
অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক ফলের দোকানগুলোতে মূল্য তালিকা না পেয়ে কৃষি বিপণন আইনে প্রত্যেক দোকান মালিককে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা সকলকে মূল্যতালিকা জনসমুক্ষে রাখার জন্য আহবান জানান দোকান মালিকদের। পর্যায়ক্রমে জেলার সকল ফলের দোকানে অভিযান চলবে বলে জানা গেছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.