Sharing is caring!
পুনম শাহরিয়ার ঋতু :: অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ নগরীর পাট গুদাম ব্রীজ মোরে ফেলে যাওয়া লাগেজে বোমা সন্দেহে ঘিরে রাখা লাগেজে মিললো অজ্ঞাতনামা এক পুরুষের টুকরো গলিত লাশ।
গতকাল সন্ধ্যায় কে বা কারা ময়মনসিংহ নগরীর পাট গুদাম ব্রীজ মোরে লাগেজ টি ফেলে যায়।পরে স্থানিয়েরা রেপিট একসন ব্যাটালিয়ন কে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে লাগেজটিতে বোমা রয়েছে সন্দেহে সেটিকে ঘিরে রেখে ডাকা হয় বোম ডিসপোজাল ইউনিট।
পরে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে এক অজ্ঞাত পুরুষের টুকরো লাশ পাওয়া যায়।