পুনম শাহরীয়ার ঋতু,বিশেষ প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির অফিসসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদসহ সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিস ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
তাদের দাবি, বিএনপির অফিস সরকারি জমিতে পড়েনি। এছাড়া বিনা নোটিশে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।
সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফরুকী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সারা দেশে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন।
তার ধারাবাহিকতায় কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.