অভিযোগ ডেস্ক :: দেশের যেখানে ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং দুর্নীতি- সেখানেই অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, দেশে দুর্নীতিবিরোধী যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে।
আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য অভিযান অব্যাহত রাখতে হবে। অবৈধ ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি সর্বোপরি যারা দুর্নীতি ও অনিয়ম করছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার। এক্ষেত্রে কে কোন দল বা কোন মতের আমরা তা দেখছি না। যেখানে অনিয়ম রয়েছে সেখানে আমরা অভিযান পরিচালনা করছি এবং তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীও এক্ষেত্রে নির্দেশ দিয়েছেন।
তরুণ প্রজন্মকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অনিয়ম থেকে দূরে থাকতে হবে। তোমাদের ওপরই রাষ্ট্রের ভবিষ্যৎ। মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক ধ্বংস ছাড়া ভালো কিছু দিতে পারে না।
সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে এরইমধ্যে সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কেউ কেউ ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে তদন্ত চলছে। গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সেক্ষেত্রে শিগগিরই এ ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.