৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পিরোজপুর এক টাকায় খাবার

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
পিরোজপুর এক টাকায় খাবার

Sharing is caring!

পিরোজপুর প্রতিনিধি : ১ টাকায় খাবার পাচ্ছে পথশিশুরা ও বয়োবৃদ্ধরা! পথশিশু ও বয়োবৃদ্ধদের জন্য ১টাকায় খাবারের আয়োজন করেছে ”১ টাকায় খাবার” সংগঠনটি।

শহরের খোলা জায়গায় কখনো মাছ-মুরগী, কখনো খিচুড়ি আবার কখনো পোলাও মাংসের পশরা নিয়ে বসে সংগঠনসংগঠনটি। ক্ষুধার্ত পথশিশু ও বয়োবৃদ্ধরা ১টাকায় পাচ্ছে এক বেলার খাবার।

উন্নতমানের খাবার পেয়ে বয়োবৃদ্ধ ও পথশিশুদের আহা কী আনন্দ! ১ টাকায় খাবারের কর্মীরা হাসি মুখে তাদের জন্য খাবার বিতরণ করে যাচ্ছে। সুস্বাদু খাবার পেয়ে সবাই আনন্দে দিশেহারা।