Sharing is caring!
★★পুনম শাহরীয়ার ঋতু★★
জ্বলছে বুক
কাপছে শহর,চোখের কনকনে শীতে
নেমে আসে সব কথার ঝুলি
আমি হিমাদ্রি প্রভাত
বুকের কোণে ক্ষত জমে আছে
এখানে ওখানে
চিঠি গুলি সব,পুরোনো দেয়াল টপকে
লুকিয়ে আছে
বিরহী রাতের অন্ধকারে
আলো নেই,দেয়ালে মাথা রেখে শুনি
আত্নহত্যা করেছে মনের কাব্য কথা
বলার কিছু নেই
তুমি আমি মিলে
হারিয়েছি যা
ফিরে পাবার আশা নেই
তবুও
তুমি আমি পরিতৃপ্ত।
ঋতু
১৭ ই অক্টোবর০১৯ ইং
রবিন্দ্র সরোবর