Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতুঃ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর বুধবার সকালে উপজেলার প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ব খাদ্য দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিনের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আশীষ কুমার কর, প্রাণী সম্পদ অফিসার মো. রফিকুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজা আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আ. সাত্তারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা।