২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সমতা

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
সমতা

Sharing is caring!

♦ সোহাগী খাতুন ♦

নয়তো আমি দ্বিমত হেথা
যথায় রহে ধনী গরীব,
দ্বিমত আমি হেথায় করি
বিরোধী বাণী শরীফ।

মানব তরে যত ধর্ম
কর্মে রহে পূর্ণ,
সব ধর্মে সমতা বাণী
না হয় যেন চূর্ণ।

তবে কেন এ সমাজে রহে
গরীব ধনী তফাত,
নির্যাতন,নিপিড়নের
সমুখে রহে করাত।

শ্রমিক যারা শ্রমের দ্বারা
রুজির খোর জোগায়,
মালিক রূপে হিংস্র পশু
কেন শ্রমিক ভোগায়?

একের হেতু আরেক ভালো
স্বপ্নে রহে বুনন
বাস্তবেতে চাইতে লাগে
সবার কথা শুনন।

ধনীরা হোক অঢেল ধনী
গরীব সাথে থাকুক,
মানবতায় ঢাক পিটিয়ে
মাথা উঁচুতে রাখুক।

রচনাঃ০৪-১০-২০১৯ইং