Sharing is caring!
তানজিলা আক্তার রুবি ,নেত্রকোনাঃ
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারের ঢাকা স্ট্যান্ডার্ড বেকারিতে খাবার অনুপযোগী রং ও ফ্লেভার, স্যাকারিন, মেয়াদবিহীন চানাচুর, বিস্কুট তৈরি এবং অনুমোদনবিহীন ভাবে বিএসটিআইয়ের লগো ব্যবহার করার জন্য ৩০০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয় । এসময় বিপুল পরিমাণ খাবার অনুপযোগী রং ও ফ্লেভার, স্যাকারিন, মেয়াদবিহীন চানাচুর, বিস্কুট ধ্বংস করা হয়। অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে তাদেরকে আইনটি সম্পর্কে অবহিত করেন। উক্ত অভিযানে নেত্রকোণা জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম এর সঙ্গে ছিলেন নেত্রকোণা জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন এবং কেন্দুয়া উপজেলার স্যানিটরি ইন্সপেক্টর আব্দুল গফুর। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন জেলা পুলিশ লাইনের সদস্যবৃন্দ। সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন নেত্রকোণা এবং উপজেলা প্রশাসন কেন্দুয়া । জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।