২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

admin
প্রকাশিত জুন ৪, ২০১৯
চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

Sharing is caring!

করিম বিয়ানীবাজার থেকে:: দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার (৬ জুন) দেশে পবিত্র ঈদুর ফিতর উদযাপিত হবে।
মঙ্গলবার (৪ জুন) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ইসলামে সাম্যের সৌন্দর্য নিয়ে ঈদে ধনী-গরিব, নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন।
এদিকে, মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের অনেক দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় মুসলমানদের হিজরি বর্ষপঞ্জি। সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের গণনা। হিজরি বর্ষপঞ্জিতে চাঁদ দেখার ওপর নির্ভর করে একটি মাস ২৯ দিন বা ৩০ দিনের হয়। মাসের ২৯ দিনে চাঁদ দেখা গেলে মাসটি শেষ হয়ে যায়। এদিকে, ২৯ দিনের দিন চাঁদ দেখা না গেলে সে মাসে ৩০ দিন পূর্ণ হবে। পৃথিবীজুড়ে মুসলমানরা হিজরি বর্ষপঞ্জি অনুসারে ধর্মীয় দিবস ও উৎসব উদযাপন করে।
হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাসের পর শাওয়াল মাস। রমজানে রোজা রাখেন মুসলমানরা, এ মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদের উৎসব উদযাপন করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭ টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায়, চতুর্থ জামাত সকাল ১০ টায় এবং পঞ্চম (শেষ জামাত) সকাল ১০ টা ৪৫টা মিনিটে অনুষ্ঠিত হবে।