২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

____মানবতার হোক লড়াই____

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
____মানবতার হোক লড়াই____

Sharing is caring!

__হেদায়তুননেসা রিমু___

আত্মার আত্মীয়তায় নেই কোন ভেদাভেদের ছাপ
মনুষ্যত্বের বন্ধনে বেঁধেছি তাতে নেই কোন পাপ।

ভেদাভেদের শিকল ভেঙে হোক মানবতার লড়াই
মানুষের প্রয়োজনে মানুষ তুমি এটাই হোক বড়াই,
জাতি,ধর্মের বিভাজন থাকুক যোজন যোজন দূর
মানুষের সাথে,মানুষের মাঝে বেজে উঠুক প্রেমের সুর,

ভেদাভেদ,হানাহানির দাপটে সমাজ আজ কলুষিত
দ্বিধা দ্বন্দ্বের মাঝে শিশু মন হয়নি আজও বিকশিত,
ভালোবাসায় ভরা আমাদের অন্তরে হিংসার আগুন
প্রকৃতির বৈচিত্র্য যখন তখন আসেনা অসময়ে ফাগুন,

মানবিকতার ছিঁটে ফোঁটা নাই কি আমাদের ভিতরে?
সমাজ কিন্তু আজও আছে গহীন অন্ধকারে।

জেগে উঠো তুমি জাগ্রত করো মানসিকতা আর বিবেক
মনের ডাকে করো তুমি ন্যায়বিচার দূরে থাক আবেগ।

সমাজের মাঝেই বাড়ছে ভেদাভেদের চারা গাছ
সমূলে উপরে ফেলেরে মন তুই বাঁচার মতো বাঁচ।

সমস্ত ধর্মের সার কথা হলো প্রেম ভালোবাসা শান্তি
তাহলে কেন আমরা সব ভুলে করছি হিংসা আর অশান্তি?

সরল মনে স্রষ্টার প্রেমে নিজেকে করো নিয়োজিত
সব কালিমা দূরে রবে সবার মাঝেই দেখবে স্রষ্টা
প্রতিষ্ঠিত।