১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

___হোক না একটা নতুন পৃথিবী গড়ার লড়াই__

admin
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৯
___হোক না একটা নতুন পৃথিবী গড়ার লড়াই__

Sharing is caring!

_________হেদায়তুননেসা রিমু______

খোলরে তোরা বিবেকের দ্বার
হিংস্রতার মনুষ্যত্বকে জ্বালিয়ে দে,
ভেঙে ফেল কলুষতার কপাট
উদারতার চাদরে ঢেকে দে সমাজ কে।

তোরাইতো নব যৌবনের দূত
অসাধ্য সাধনের এক উজ্জ্বল জ্যোতি।

কর্ম গুণে ছাপ রেখে যা তুই অমরত্বের
অস্তিত্ব কে বাঁচিয়ে রাখ মানবতার মাঝে।

কালজয়ী হোক তোদের শুভ প্রচেষ্টা,
দুমরে মুচরে দে মিথ্যার শিড়দাঁড়া কে
সত্যেকে স্থাপন কর দিনের আলোর মত।

এই সমাজ এই জগৎ ভরেছে অমানেশায়
তোরাই তো দেখাবি ন্যায় ও যুক্তির পথ।

সমাজের কুসংস্কারে আটকে আছে যারা
টেনে তোল তাদের পুনরাবৃত্তি ঘটা শুভ সংস্কারের।

লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষেরা পাক
তাদের ন্যায্য অধিকার,বুক ফুলিয়ে বাঁচুক
এই সমাজে। সবার আছে সমান অধিকার।

উঁচু নীচুর প্রাচীর কে ভেঙে দিয়ে গড়
সূচনা কর মানবিকতার সুদীর্ঘ মেল বন্ধনের সেতু।

দাম্ভিকতা আভিজাত্যের অবসান ঘটা
মানুষ হয়ে মনুষ্যত্বের পরিচয় বহন করুক
প্রতিটি নর নারী। সম্মান শ্রদ্ধার আঙ্গিকে
গড়ে তোল নতুন এক পৃথিবী।

নীচু দৃষ্টিতে নয় উদারতার দৃষ্টি উদয় হোক
সকলের মধ্যে। একাগ্রতা দলবদ্ধ ভাবে
চলুক অভিযান। সফলতা আসবেই আসবে।

লড়াই হোক সমাজ পরিবর্তনের।

লড়াই হোক মানসিকতার,লড়াই হোক সমান অধিকারের,লড়াই হোক মানবিকতার,লড়াই হোক সুস্থ ভাবে বেঁচে থাকার।

লড়াই হোক পবিত্র ভালোবাসার যে যুদ্ধ পৃথিবীকে পরিবর্তন করতে পারে। যে যুদ্ধ পারে মানুষের আমূল পরিবর্তন ঘটাতে। হোক একটা লড়াই,পৃথিবীকে নতুন করে সাজাবার।

সবাই নতুন করে বাঁচি না আর একবার।