২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

” দুঃখিনি মা আমার “

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৯
” দুঃখিনি মা আমার “

Sharing is caring!

 

রচয়িতা:খলিলুর রহমান
রচনাকাল:৩০সেপ্টেম্বর ২০১৯
বিষয়:পদ্য কবিতা
বোলোনিয়া-ইতালি ।

মা তুই যে আমার সকল ভালোবাসা হৃদয়ের স্পন্দন,
বল্ তোর চেয়ে আর ত্রিভুবনে কে আছে আপন ।

তুই আমাকে ধরেছিস মা দশ মাস দশ দিন জঠরে ,
তুই আমাকে শিখিয়েছিস কথা ঠিক তোর মতো করে ।

আমি ব্যথা পেলে মাগো আঘাত লাগত তোর ,
আমার লাগি সদা কাঁদে মা তোর অবুঝ অন্তর ।

যখন আমি ছোট্ট ছিলাম বলতে পারতাম না কিছুই ,
তুই মা শুধু বুঝতে পারতিস আমার ভাষা সব্ই ।

আমার অসুখ হলে মাগো তোর নির্ঘুম কাটত রাত ,
নামাজ পড়ে আমার লাগি দোয়া করতিস দিন রাত ।

আমি সুস্থ হলে মাগো তুই ফিরে পেতি যতো সুখ ,
পরম মমতায় জড়িয়ে বুকে ভুলে যাইতি সকল দুঃখ ।

আমারও অনেক ইচ্ছে ছিলো মাগো তোকে ঘিরে ,
আজীবন তোকে রাখবো আমি স্বপ্ন সুখের নীড়ে ।

আঁধার ঘুচে পূর্ব গগনে যখন জেগে উঠলো রবি ,
তুই যে আমার হৃদয় কোনে হয়ে রইলি ছবি ।

আমি আজো কেঁদে ভাসাই বুক মাগো তোর স্মরণে ,
তুই সদা মা আছিস বেঁচে আমার ছোট্ট হৃদয় কোনে ।

যেখানেই আছিস হয়তো আছিস ভালো,সে আমার অজানা,
দোয়া করি মাগো,তোমার যেন হয় জান্নাতে ঠিকানা।

>৹<>৹<>৹<>৹<>৹<>৹<>৹<>৹<>৹<>৹<>৹<>৹<>৹<