Sharing is caring!
সৈয়দ রুবেল ,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠিতে অধিক দামে পেঁয়াজ বিক্রি করার অপরাদে পেয়াজ আরওদে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা ও অপরদিকে অবৈধ ভাবে পলিথিন রাখার অপরাধে আরো দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা।
০৩/১০/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে শহরের আড়ৎদারপট্টি এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানার আদেশ প্রদান করেন।
এ অভিযানের টের পেয়ে শহরের পেঁয়াজ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে চলে যায় বলে জানা যায়।
এ বিষয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) বশির গাজী জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
শহরের আড়তদারপট্টি এলাকায় তিন ব্যবসায়ী কম দামে পেঁয়াজ কিনে আড়দে মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। তাদের তিনজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা সহ দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ পলিথিন রাখার দায়েও প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যহত থাকবে।
ঝালকাঠিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্টেট মাহমুদা খানম ও মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।