Sharing is caring!
লেখক কবিঃ মাহমুদুল হাসান তাহের
মা বাবার কাছে ছিলে
খুব আদরের ধন,
হটাৎ করে চলে গেলে
ভেঙে সবার মন।
তুমি যখন আব্বু বলে
ডাকতে সারা বেলা,
পুতুল গাড়ি এনে দিলে
করতে তুমি খেলা।
পাড়া পরশি মায়া করে
বাসতো কতো ভালো,
তুমি ছিলে লক্ষ্মী সোনা
চাঁদনী রাতের আলো।
তুমি ছিলে ছোট্ট বাবুর
প্রিয় খেলার সাথী,
কেনো তুমি চলে গেলে
ভাবি দিবস রাতি।
প্রভূর ডাকে সাড়া দিয়ে
কেনো চলে গেলে,
স্মৃতিপটে তোমার মায়া
নয়ন বাসে জলে।
দোয়া করি প্রিয় মোহনা
থাকো তুমি সুখে,
শান্তি পাবো পরজগতে
দেখে হাসি মুখে।