২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রীঃ জাহিদ ফারুক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রীঃ জাহিদ ফারুক

Sharing is caring!

নদী দখলকারীরা যতই শক্তিশালী হোক নদী দখল মুক্ত করা হবে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন,নদী দখলকারীরা যতই শক্তিশালী হোক না কেন নদী দখল মুক্ত করা হবে। সোমবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর রাবার ড্যাম নির্মাণের স্থান পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, কতিপয় ব্যবসায়ী নদী দখল করে আরাম আয়েশের জন্য বাড়ি বানাচ্ছে। তাদের উচ্ছেদ করতে গেলেই আদালতের আশ্রয় নেয়। ফলে তাদের উচ্ছেদ করতে বিলম্ব হয়।
তারা যতই ছলনার আশ্রয় নিক না কেন তাদের উচ্ছেদ করে নদী দখল মুক্ত করতে এই সরকার বদ্ধ পরিকর। ইতিমধ্যেই সরকার দেশের বড় বড় সকল নদীর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে।
রাবার ড্যাম প্রসঙ্গে তিনি বলেন, শুষ্ক মৌসুমে মহানন্দা নদীতে পানি থাকেনা। ফলে চাষাবাদ হয়না বললেই চলে।তাই এই এলাকার মানুষের কথা ভেবেই খুব শীঘ্রই রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু করা হবে।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, স্থানীয় নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহমুদুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন সহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
পরে প্রতিমন্ত্রী স্থানীয় সার্কিট হাউসে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।