ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিচয়পত্রের নকল স্মার্টকার্ডসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, সেনাবাহিনীসহ সরকারি বাহিনীর নকল পরিচয়পত্র তৈরীর দায়ে জি এস এম মুর্শেদ সুমন নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এ রায় দেন।
মুর্শেদ সুমন শহরের নিমতলা মোড়ের ডিজিটাল গ্রাফিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও পৌর এলাকার আজাইপুরের মৃত ওমর ফারুকের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুর্শেদ সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড, পুলিশ, র্যাব, এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নকল পরিচয়পত্র পায়। পরে তাকে দুই মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা দেয়া হয়।
রাতেই মুর্শেদ সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।