২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ মাসে ৫৩ বিজিবি’র সাড়ে ১১ কোটি টাকার মালামাল উদ্ধার

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ মাসে ৫৩ বিজিবি’র সাড়ে ১১ কোটি টাকার মালামাল উদ্ধার

 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ
এবছর জানুয়ারী থেকে আগষ্ট মাস পর্যন্ত গত ৮ মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১১ কোটি টাকার আগ্নেয়াস্ত্র, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি। গত ৮ মাসে উদ্ধার হয় ১১ কোটি ৬৭ লক্ষ ৫৬ হাজার ৩৫৫ টাকা মূল্যের মালামাল।
এর মধ্যে রয়েছে, ১৪ হাজার ১৯৫ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ৪২৫ গ্রাম হেরোইন, ৫৪৭ বোতল বিদেশী মদ, ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ২ লক্ষ ১০ হাজার ৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ১১টি বিদেশী পিস্তল, ৭টি ওয়ান সুটার গান, ৬০ রাউন্ড গুলি, ককটেল ৫৯টি এবং ১.৭৫০ গ্রাম গান পাউডার।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান খান পিএসসি’র ১ সেপ্টেম্বর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “নিরাপদ সীমান্ত চাই” শ্লোগানে বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত। মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় চলতি বছর জানুয়ারি হতে আগস্ট ২০১৯ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নে কর্তব্যরত বিজিবি জওয়ানরা দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/২-এস হতে ১৭৫ মেইন পিলার এলাকায় নিরবিচ্ছিন্ন টহল পরিচালনার মাধ্যমে মোট ১১,৬৭,৫৬,৩৫৫/- টাকা মূল্যের অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে।
এর মধ্যে রয়েছে, ১৪ হাজার ১৯৫ বোতল ফেন্সিডিল, ৭ কেজি ৪২৫ গ্রাম হেরোইন, ৫৪৭ বোতল বিদেশী মদ, ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ২ লক্ষ ১০ হাজার ৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ১১টি বিদেশী পিস্তল, ৭টি ওয়ান সুটার গান, ৬০ রাউন্ড গুলি, ককটেল ৫৯টি এবং ১.৭৫০ গ্রাম গান পাউডার। উল্লেখ্য, বিজিবি সদর দপ্তর এর সার্বিক নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সীমান্ত এলাকায় সার্বক্ষনিক নিচ্ছিদ্র গোয়েন্দা তৎপরতা ও নিরলস পরিশ্রম করে আসছে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30