১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রজব, ১৪৪৬ হিজরি

সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণের প্রতিষ্ঠান “ঘাসফুল”র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫
সুবিধা বঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণের প্রতিষ্ঠান “ঘাসফুল”র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

Sharing is caring!

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার স্বপ্ন নিশ্চিতকারী পবিপ্রবিয়ানদের দ্বারা পরিচালিত ঘাসফুলের কার্যকরী পরিষদ-২০২৫ গঠিত হয়েছে।

৮ জানুয়ারি ২০২৫. ঘাসফুলের সদ্য সাবেক সভাপতি ফারিহা তাসনিম এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক তানভীর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কার্যকরী পরিষদ প্রকাশিত হয়।

কার্যকরী পরিষদ-২০২৫ এ সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থা অনুষদের তাসফিয়া আক্তার অর্পা এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ওয়াসিফা রহমান অরনি নির্বাচিত হয়েছে।

এছাড়াও সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মোছা: ইসরাত জাহান প্রমা, মৌনীলা কর্মকার এবং সাব্বির আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক ইজাজুর রহমান, সাজিয়া প্রাপ্তি, নাফিয়া নাওয়ার, জান্নাতি, প্রিতী দাস, আব্দুল্লাহ আল সাজিদ। সাংগঠনিক সম্পাদক নাফিস উদ্দিন। কোষাধ্যক্ষ সানজিদা আক্তার (নিশি)। শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুজ সাকিব। দপ্তর সম্পাদক মোঃ আজিম হোসেন। প্রচার বিষয়ক সম্পাদক নওশিন এশা, হাফসা আলম। সহশিক্ষা বিষয়ক সম্পাদক এম.এ আজিম হাসান (দিপু), সুমাইয়া আক্তার। কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক তালহা রশিদ আদর, নেসার।

উল্লেখ্য, ‘ঘাসফুল’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিনা বেতনে শিক্ষা দান করে। প্রতিদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সুবিধাবঞ্চিত শিশুদেরকে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা দান করে।