৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৬ হিজরি

ভূমি দস্যুদের বিরুদ্ধে দুদকের কাছে সঠিক তদন্তের দাবী ভুক্তভোগীদের 

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫
ভূমি দস্যুদের বিরুদ্ধে দুদকের কাছে সঠিক তদন্তের দাবী ভুক্তভোগীদের 

Sharing is caring!

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ির ৭নং পাবনা পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বরতকত পুর গ্ৰামের মোঃ মমতাজ আলী (৬০), পিতা মৃত শমছের আলী প্রধানের কিছু অংশ জমি জোর পূর্বক জবর দখল করে নেয় ভুমিদস্যুরা।

এতে মমতাজ আলীর পরিবারের লোকজন বাধা দিতে গেলে মারপিট করে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় বিবাদী আব্দুর লতিফ।

সুযোগ বুঝে জমি তাহাদের ভোগ দখলে নেয়। এরপর জমি বুঝিয়া চাইলে আজ দিবে কাল দিবে বলে তালবাহানা করে এবং একাধিকবার সালিশ বৈঠক করে।

বিবাদী ভূমিদস্যু আইয়ুব আলী ও তার তিন ছেলে (আব্দুল লতিফ প্রধান পাপুল, ইলিয়াস প্রধান, লিমন দিলু) বহুদিন যাবত মৃত মমতাজ আলী প্রধান ও তার পরিবারের জমাজমি ও গাছ বাগান সহ অনেক কিছু আত্মসাৎ করে আছেন।

এছাড়া তাদের উপর অতর্কিত হামলা চালায় ২০১৭ সালের ১৭ জানুয়ারি, এতে মমতাজ আলীর স্ত্রী স্ট্রোক করে মারা যান। ঠিক ২০১৮ সালের ২৫ জানুয়ারী মৃত মমতাজ আলীর উপরেও হামলা চালায় এবং তিনিও স্ট্রোক করে মারা যায়। তার পুত্ররা বাহিরে থাকায় তারা এ সুযোগ নেয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল লতিফ চার বছর আগে মানুষের জমিতে কাজ করতো। হঠাৎ ঢাকায় গিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। ঢাকায় আলিশান বাড়ি ও পলাশবাড়ী ৭ নং পাবনাপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বরতকতপুর গ্রামে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ।

দুর্নীতি দমন কমিশনারের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশিল সমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।