Sharing is caring!
দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ দুমকি উপজেলা শাখার, সভাপতি, আঙ্গারিয়া ইউনিয়নের কৃতি সন্তান, একজন প্রখ্যাত আলেম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মজিদ( ৮০) রবিবার রাত ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না লিল্লাহি, ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের এক কন্যা নাতি নাতনি রেখে গেছেন, মরহুমের জানাজার নামাজ সোমবার আসর নামাজের পর, আঙ্গারিয়া সালেহিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
পরে আঙ্গারিয়া হাজী বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়, জানাযার নামাজে শত শত আলেম ও লামা ও ধর্মপ্রাণ মুসুলিম এবং ভক্তগণ অংশগ্রহণ করে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দুমকি মাদ্রাসা শিক্ষক সমিতির সমিতির সভাপতি/ সম্পাদক , ও দুমকি প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নু মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।