২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পটুয়াখালী ভার্সিটির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪
পটুয়াখালী ভার্সিটির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ

Sharing is caring!

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নিয়োগ দেয়া হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, বেসিক সায়েন্স বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাঁর পরিবর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মোঃ আবদুল লতিফ-কে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

এ পদে দায়িত্ব পালন কালে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন।

তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। একই সাথে অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ-কে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে।

উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।।একই অধ্যাপক দুই পদে নিয়োগ দেওয়া হয়।