১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুমকি উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪
দুমকি উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন

Sharing is caring!

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ১৭ ডিসেম্বর বিকেল ৪ টায় সরকারি জনতা কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার শাখা পটুয়াখালী মোঃ জুয়েল রানা,দুমকী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদার, দুমকী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ও অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।আজ উদ্বোধনী খেলা জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়।