১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

১৬ ডিসেম্বর; বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ‘জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল’র প্রধান মুখপাত্র

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪
১৬ ডিসেম্বর; বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ‘জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল’র প্রধান মুখপাত্র

Sharing is caring!

ডেস্ক নিউজ:- ১৬ ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের অর্ধশতাব্দীও পেরিয়ে গেল। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্যের অবিস্মরণীয় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন ১৯৭১ /১২ / ১৬ ……

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর ৩০ লাখ প্রাণের বিনিময় ২ লাখ মা-বোন সম্ভ্রমে বিনিময় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বাঙালির এই বিজয় অর্জিত হয় , আমরা বাঙালি আমরা আজো বিশ্বাস করি ১৯৭১ সালে ১৬ ই ডিসেম্বর আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।
তাই আমরা গভীর শ্রদ্ধা আর ভালবাসা সঙ্গে স্মরণ করি সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করি জাতীয় বীর বুদ্ধিজীবি সহ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কার্যনিবার্হী পরিষদের উপদেষ্ঠা সহ সকল সদস্য ও সাংবাদিক ভাইবোনদের পক্ষ
থেকে—
সালাম জানাই সেই সব বীর সেনাদের যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যত প্রজন্মের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বিজয়ের মাধ্যমে আমরা আজ স্বাধীন;তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের রুহের মাগফিরাত কামনা করি।

দেশে ও দেশের বাহিরে সকল প্রবাসী ভাই-বোন ও সকল সাংবাদিক ভাই-বোন সহ প্রিয় দেশবাসীক জানাই—
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন।

নিবেদক —
শেখ তিতুমীর,
সিনিয়র অফিসার (PID) স্বরাষ্ট্রমন্ত্রনালয় প্রশাসন শাখা ২ , জননিরাপত্তা বিভাগ।
প্রতিষ্ঠাতা ও প্রধান মুখপ্রাত্র -জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদ। গভ রেজি নং এস -০১৩৭/১৯ -এনজিও ব্যুরো।
প্রতিষ্ঠাতা সভাপতি -বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন – কেন্দ্রীয় কমিটি ,গভঃ রেজীঃ নং-কু- ৭৭৮/০৭- এনজিও ব্যুরো।
প্রতিষ্টাতা সভাপতি, জাতীয় লেখক কবি সাংস্কৃতি উন্নয়ণ ফাউন্ডেশন -কেন্দ্রীয় কমিটি।
চেয়ারম্যান.বি.এস.কে.এস. ইন্টারন্যাশনাল মিডিয়া কম্পানি লিঃ এনজিও ব্যুরো।
ভারপ্রাপ্ত সম্পাদক -জাতীয় দৈনিক স্বাধীন ভাষা প্রিন্ট মিডিয়া।
সম্পাদক ও প্রকাশক,
দৈনিক আমার প্রিয় বাংলাদেশ পিন্ট মিডিয়া।
সম্পাদক ও প্রকাশক, পাক্ষিক বাংলা সাহিত্য বার্তা পিন্ট মিডিয়া।
ভারপাপ্ত সম্পাদক -জাতীয় সাপ্তাহিক অভিযোগ পিন্ট মিডিয়া।
সাবেক সরকারের পিআইডি রিপোর্টার রাজনীতি-(৪)
সাবেক সদস্য জাতীয় প্রেস কাউন্সিল।

একজন সৎ চাকুরিজীবি / লেখক কবি / সাংবাদিকনেতা/ সংগঠক /রাজনীতিবিদ —

#বাংলাদেশ #প্রেস #কাউন্সিল #স্বরাষ্ট্র #তথ্যমন্ত্রনালয়