২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে হাজারো মানুষের বিজয় উল্লাস।

প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
নন্দীগ্রামে হাজারো মানুষের বিজয় উল্লাস।

Sharing is caring!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খুশিতে বগুড়ার নন্দীগ্রামে বিশাল বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সর্বস্তরের জনতা।

কারফিউ ভেঙে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে বেলা দুইটার পর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে একত্রিত হতে থাকে হাজারও জনতা। দুপুর আড়াইটার দিকে হাজার হাজার ছাত্র-জনতা সহ সর্বসাধারণ পৌর শহরে একটি আনন্দ মিছিল বের করে।

মিছিলে আসা ১০ম শ্রেণির শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমি ৭১ এর স্বাধীনতা দেখিনি। তবে ২০২৪ সালে আমার শত শত ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত যে বিজয় তা আজ নিজের চোখে দেখছি ও  বিজয়ের স্বাদ অনুভব করছি। বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী মো: রাকিব হোসেন বলেন, দীর্ঘ আন্দোলনের ফসল আজ আমরা পেয়েছি বগুড়াতে আমি বেশ কয়েকদিন এই আন্দোলনে শরিক হয়েছিলাম।

আনন্দ মিছিলে আসা জনতার মধ্যে কিছু বিক্ষুব্ধ জনতা বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আনন্দোৎসব করেন। ছাত্র-জনতা বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলে।