Sharing is caring!
কামাল উদ্দিন টগরঃ-
নওগাঁর আত্রাইয়ে মেসার্স গীতাঞ্জলি ট্রেডার্স এর হালখাতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে(৬জুন)২৪ইং বাংলা ২৩ জ্যোষ্ঠ বৃহস্পতিবার সাহেবগঞ্জ বাজার,স্লইজগেট মের্সাস গীতাঞ্জলি ট্রেডাস এ প্রোঃ শ্রী রনজিৎ কুমার পাল সাধন হালখাতা অনুষ্ঠানে বলেন, হালখাতা হলো বছরের প্রথম দিনে দোকান-পাটের হিসাব আনুষ্ঠানিক ভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনা হিসাব সমন্বয় করে এদিনে হিসাবের নতুন খাতা খোলেন।এজন্য খদ্দেরদের বিনীত ভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।শুভ হালখাতার কাড-এর মাধ্যমেঐ বিশেষ দিনে দোকানে আসার নিমনন্ত্রণ জানানো হয়। এই উপলক্ষে নববর্ষেরদিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টিমূখ করান। খদ্দেররাও তাদের সামর্থ অনুযায়ী পুরোনো দেনা শোধ করে দেন।।হালখাতার মাধ্যমে ক্রেতা- বিক্রেতার মাঝে সৌহাদপূর্ণ সম্পকের সেতু বন্ধন তৈরি হয়।