১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

রায়গঞ্জে সুদ ব্যবসায়ীর খপ্পরে ক্ষতিগ্রস্ত বহু পরিবার।

প্রকাশিত জুন ১, ২০২৪
রায়গঞ্জে সুদ ব্যবসায়ীর খপ্পরে ক্ষতিগ্রস্ত বহু পরিবার।

Sharing is caring!

বিশেষ রিপোর্টার : প্রশান্ত কুমার (শান্ত)

সিরাজগঞ্জের রায়গঞ্জে সুদ ব্যবসায়ীদের চক্রবৃদ্ধির সুদের টাকা পরিশোধ করতে না পারা অনেক পরিবার সর্বশান্ত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই সুদ ব্যবসায়ীরা ঋণগ্রহীতার অভাবের সুযোগ কাজে লাগিয়ে চেকের পাতা ও স্ট্যাম্পে দ্বিগুণ টাকার অঙ্ক লিখবেন বলে ঋণগ্রহিতাকে ভয় দেখান পরে মোটা অংকের সুদের টাকা দিতে বাধ্য করান। নাম না প্রকাশ করা অনিচ্ছুক এক ভুক্তভোগী যুবক বলেন, অভাবের তাকিদে চেক এবং স্ট্যাম্প জমা দিয়ে কিছু টাকা ধার নিলেও সেটা ফেরত দিতে হয় তিন গুনেরও বেশি যে কারণে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। তিন বলেন, পরিবার পরিজন নিয়ে পালাতেও বাধ্য হয়েছিলাম তার পরেও শেষ রক্ষা হয়নি । এ বিষয়টি নিয়ে পরিবার-পরিজনসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের মাধ্যম দিয়ে সুদ ব্যবসায়ীদের  সাথে কয়েকবার আপোষ-মীমাংসার জন্য উদ্যোগ গ্রহণ করলে শেষ পর্যন্ত মোটা অংকের টাকার বিনিময়ে  মীমাংসা হয়। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বলেন, আইনের চোখ ফাঁকি দিয়ে এ সমস্ত সুদ ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছেন, অবশ্যই এদেরকে আইনের আওতায় আনা উচিত বলে তারা মনে করেন।