১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম এর সভাপতি মাহদী, সম্পাদক তুহিন

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪
ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম এর সভাপতি মাহদী, সম্পাদক তুহিন

Sharing is caring!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী এবং সেবামূলক সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম এর ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা প্রদান, নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে উপস্থিত সংগঠনটির সাধারণ সদস্য ও উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মো: মাহদী হাসান আল আমিন কে সভাপতি, ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের মো: তাজিজুল ইসলাম তুহিন কে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন,
১ নং সহসভাপতি : মো: গোলাম কিবরিয়া (নোবিপ্রবি)
২ নং সহসভাপতি: জান্নাতুল মাহী (রাবি)
৩নং সহসভাপতি: রাজু আহম্মেদ (বাকৃবি)
৪নং সহসভাপতি: মো: সোহাগ আলী (মাভাবিপ্রবি)
১নং যুগ্ম-সাধারণ সম্পাদক: মোছা: আতিয়া জাহান (ইবি)
সাংগঠনিক সম্পাদক: মো: আ. হালিম বোখারী (রাবি)
সাংগঠনিক সম্পাদক: মো: মারুফ খান (নোবিপ্রবি)
দপ্তর সম্পাদক: মো: ইমরুল হাসান রবি (হাবিপ্রবি)
অর্থ বিষয়ক সম্পাদক: মোছা: আয়েশা সিদ্দিকা (সিভাসু)
ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক: মুরশীদ জাহান আশা (রাবি)
প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো: মেহেদী হাসান (ডুয়েট)
মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক: মো: আরিফুল ইসলাম (ঢাবি)।

উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা, নিদিষ্ট প্লাটফর্ম তৈরী, এ্যাডমিশন প্রার্থীদের তথ্য ও লজিস্টিক সাপোর্ট দেয়া, নতুন চান্সপ্রাপ্তদের সঠিক পরিসংখ্যান ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা, জ্ঞানের আদান-প্রদানসহ এ রকম সেবামূলক কাজের উদ্দেশ্য নিয়ে ২০২০ সালে গঠিত হয় এই সংগঠন।

এছাড়া আগামী দিনে এই সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সৃষ্টি করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।