১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

আগুনে পুড়ে গেল ৪টি পরিবার ৩০ লক্ষ টাকার ক্ষতি, পাশে দাড়ালেন মোঃতৌহিদুল ইসলাম।

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৪
আগুনে পুড়ে গেল ৪টি পরিবার ৩০ লক্ষ টাকার ক্ষতি, পাশে দাড়ালেন মোঃতৌহিদুল ইসলাম।

Sharing is caring!

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: পলাশবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে ১০ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় উপজেলার মহদীপুর ইউপির দয়ার পাড়া গ্রামে।বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

এলাকাবাসী জানান বুধবার দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে মুছা কলিমুল্লাহর ঘরে আগুন লাগে মুহুর্তেই আগুন ছড়িয়ে পরলে ৪ টি ঘরের নগদ টাকা প্রয়োজনীয় জিনিসপত্র পুরে ভস্মীভূত হয়ে যায়।
খবরপেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দ্রুত ঘটনাস্থলে পরিদর্শনে যায় পলাশবাড়ী উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল তিনি ক্ষতি গ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন।