১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে নিমাইদিঘী কলেজে বাসে অগ্নিসংযোগ ও থানায় মামলা

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪
নন্দীগ্রামে নিমাইদিঘী কলেজে বাসে অগ্নিসংযোগ ও থানায় মামলা

Sharing is caring!

স্টাফ রিপোর্টার:বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদিঘী আদর্শ কলেজ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে কলেজে থামিয়ে রাখা ছাত্রছাত্রীদের বহনকারী একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ওসমান গনি শুক্রবার বিকেলে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নিমাইদিঘী আদর্শ কলেজের নৈশ্য প্রহরী মোজাহার হোসেন বৃহস্পতিবার ভোরে ৪০ মিনিটের জন্য কলেজের পাশে তার নিজ বাড়িতে সেহরি খেতে যায়। সেহরি খেয়ে এসে দেখতে পায় কলেজ মাঠে রাখা ছাত্র-ছাত্রী বহনকারী বাসে আগুন জ¦লছে। আগুন দেখে সে চিৎকার শুরু করে। এসময় দুইজন লোক বাসের কাছ থেকে পূর্ব দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভায়। এতে বাসটি ৮০ ভাগ পুড়ে যায়।

অভিযোগ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমগীর হোসেইন বলেন, কলেজ বাস পুড়ানোর অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।