১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জ; আহত নেতার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪
গোপালগঞ্জ; আহত নেতার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Sharing is caring!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির এক নেতাকে মারধর করেছেন সেখানকার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল বশ হাওলাদার বাচ্চু (৫০) নামে ওই নেতা এখন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন।

এদিকে আহত ওই নেতার খোঁজ নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার নির্দেশে ও পক্ষে আহত ওই বিএনপি নেতাকে সোমবার (১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর।

নেতারা বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু হাওলাদারের শারীরিক খোঁজ খবর নেন এবং যেকোনো সময় পাশে থাকার আশ্বাস দেন।